শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

| ৮ অগ্রাহায়ণ ১৪৩১

লিওনেল মেসিকে হত্যার হুমকি

ডেস্ক অফিস

লিওনেল মেসিকে হত্যার হুমকি

আর্জেন্টিনার শহর রোজারিওতে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন একটি সুপার মার্কেট আছে। সেই মার্কেটেই এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত তিনটায় এ ঘটনা ঘটেছে।

গুলি করার সময় মার্কেট বন্ধ ছিল। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন লোক। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। সেই কাগজেই মেসির প্রতি দেওয়া হুমকি ছিল।

মেসিকে হুমকি দেওয়া লেখাটা ছিল এ রকম, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’

বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও জানিয়েছে, সুপারমার্কেটে ১৪টি গুলি করা হয়েছে। আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

রোজারিওতে মেসির একটি বাড়ি আছে। মাঝেমধ্যেই অবসর সময় কাটাতে সেখানে তিনি যান। বিশেষ করে বড়দিনের ছুটিতে। আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের পর সেই বাড়িতেই উদ্‌যাপন করেন মেসি। এমন অপ্রীতিকর ঘটনার পর সেই বাটে আর তার পায়ের চিহ্ন পড়বে কি না কে জানে!

আর এ