জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। করোনা পর্ব কাটিয়ে এবার পুরনো ছন্দে ফিরবে কোটিপতি লিগ। এবার মোট ১০ টি স্টেডিয়ামে হবে ম্যাচ।
আইপিএলের উদ্বোধনে পারফর্ম করবেন অরিজিৎ সিং। ৩১ মার্চ নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় গণমাধ্যমে খবর, জমকালো অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলিউডের বেশ কিছু প্রথম সারির তারকা। সেই তালিকায় রয়েছেন রাশ্মিকা মান্ধানা, ক্য়াটরিনা কাইফ, টাইগার শ্রুফ, তামান্না ভাটিয়ারা। যদিও সবই এখনো গুঞ্জন।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আর কে কে পারফর্ম করবেন, তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, অভিনেত্রী রশ্মিকা মান্ধানা থাকতে পারেন উদ্বোধনে। আগে কোনো দিন এই অনুষ্ঠানে পারফর্ম করেননি পুষ্পার অভিনেত্রী। এছাড়া ক্যাটরিনা কাইফ অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন। গানের তালে শ্রোতাদের মাতিয়ে তুলতে হাজির থাকবেন অরিজিত সিংও।
করোনা পর্ব কাটিয়ে আইপিএল আবার ফিরছে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে। প্রতিটি দল তাদের ঘরের মাঠে প্রতিপক্ষের সঙ্গে একটি ম্যাচ খেলবে ও আরেকটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে খেলবে। মোট ১৮টি ডাবল লেগ অনুষ্ঠিত হবে। ৫২ দিন ধরে চলবে টুর্নামেন্ট।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি হবে এম এস ধোনির চেন্নাই সুপার কিংস ও গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স।
আর এ