বাংলাদেশের ইনিংসের পর আর মাঠেই নামতে পারল না কোনো দল। শেষ পর্যন্ত বৃষ্টিই জিতে গেল। সিলেটে পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে।
বৃষ্টি নামার আগে অবশ্য বাংলাদেশ নিজেদের ইনিংসে পুরো ৫০ ওভারই ব্যাটিং করেছে। ৬ উইকেট হারিয়ে তুলেছে ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৪৯ রান।
যতক্ষণ খেলা হয়েছে, তাতে সবচেয়ে বেশি আলো কেড়েছেন মুশফিকুর রহিম। ৬০ বলে ১৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ১০০ রান করে গড়েছেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
পাশাপাশি নাজমুল হোসেন করেছেন ৭৭ বলে ৭৩ রান, লিটন দাস ৭১ বলে ৭০ ও তাওহিদ হৃদয় ৩৪ বলে ৪৯ রান করেন। ইনিংস বিরতির সময়ই নামে ঝুম বৃষ্টি।
কাট-অফ টাইম ছিল ৯.৩৩। তবে এর ঘণ্টাখানেক আগেও থামেনি বৃষ্টি। স্থানীয় সময় রাত ৮-৩২ মিনিটে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে।
এ মাঠেই আগামী ২৩ মার্চ হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
আর এ