বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

| ১৯ চৈত্র ১৪৩১

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেসবুক-ইনস্টাগ্রামে ফিরলেন ট্রাম্প

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেসবুক-ইনস্টাগ্রামে ফিরলেন ট্রাম্প

দুই বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আবার চালু করেছে মেটা।  ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গার পর তখনকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা বলেছে, সেই সময় ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কারণ ক্যাপিটল হিলে সহিংসতায় জড়িতদের প্রশংসা করেছিলেন ট্রাম্প। মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ গত জানুয়ারির শেষে এক বিবৃতিতে জানান, তারা ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


Fatal error: Uncaught Error: mysqli_result object is already closed in /home/par70waz8/public_html/category.php:246 Stack trace: #0 /home/par70waz8/public_html/category.php(246): mysqli_free_result() #1 {main} thrown in /home/par70waz8/public_html/category.php on line 246