বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

| ১৯ চৈত্র ১৪৩১

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ পাচ্ছেন ১৫ জন। পুরস্কার পাওয়া ব্যক্তিদের বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে সম্মাননা তুলে দেবেন। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোরে পুরস্কার পেয়েছেন আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।


Fatal error: Uncaught Error: mysqli_result object is already closed in /home/par70waz8/public_html/category.php:246 Stack trace: #0 /home/par70waz8/public_html/category.php(246): mysqli_free_result() #1 {main} thrown in /home/par70waz8/public_html/category.php on line 246