বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

| ৬ অগ্রাহায়ণ ১৪৩১

গানের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক অফিস

গানের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

কণ্ঠশিল্পী লিসা কালাম। গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। তবে তার মধ্যে ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ গান করার সাধনা।

সেই সাধনার রূপ দিয়েছেন তিনি। ৩২ বছর ধরে ভালোবাসার জায়গা থেকে গানগুলো সংগ্রহ করেন তিনি। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

তবে শিল্পীর আরও একটা ইচ্ছে ছিল, তার গানের মোড়ক উন্মোচন করবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। অবশেষে সেই আশা পূরণ হলো রোববার (৫ জানুয়ারি)। লিসা কালামের ‘মুজিব হানড্রেড সং’র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সে কারণে দারুণ খুশি এই শিল্পী।

প্রসঙ্গত, লিসা কালামের বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ গানের তালিকায় থাকছে ‘আমি আর করব না মা ইতিহাসের ক্লাস’, ‘কেমন কইরা ভুলব ভাইগো বঙ্গবন্ধুর কথা’, ‘আমাকে বারবার টানে টুঙ্গিপাড়া, ওখানে ঘুমিয়ে আমাদেরই খোকা’, ‘তোমার সমাধি দেখে মনে হয়’, ‘আমি দেখেছি প্রাসাদ ষড়যন্ত্রে’, ‘বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন’, ‘বঙ্গবন্ধু তোমাকে হারিয়ে’, ‘তোমার রক্তে ভিজে গেছে পৃথিবীর বুক’, ‘যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ ইত্যাদি।

গানগুলোর কথা লিখেছেন আবদুল গাফফার চৌধুরী, আবদুল লতিফ, আশরাফুল আলম, গাজী মাজহারুল আনোয়ার, রাহাত খান, কবি আবু জাফর সিদ্দিকী, ফজলুল হক খান, ফেরদৌস হোসেন ভূঁইয়া, হাসান মতিউর রহমান, সরদার আশরাফ উদ্দিন বাবুল, নুরুজ্জামান শেখ, সুব্রত সেন গুপ্ত, শ্যামল দত্ত, সোলায়মান খোয়াজপরী, কবি শাহজাহান, দেবাশীষ সরকার, শিহাব শাহরিয়ারসহ অনেকে।

সুর করেছেন মলয় কুমার গাঙ্গুলি, দেবু ভট্টাচার্য, আব্দুল লতিফ, শেখ মহিতুল হক, শেখ সাদী খান, বদরুল আলম বকুল, মো. শাহনেওয়াজ, সুব্রত সেন গুপ্ত, আশরাফ উদ্দিন বাবুল, উজ্জল সিনহা, মুজিবুল হক সেন্টু, অবিনাশ শীল, শহীদ মাহমুদ প্রমুখ।

আরএএস