বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

| ৬ অগ্রাহায়ণ ১৪৩১

শ্বশুর-শাশুড়ি বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন: অপু

ষ্টাফ রিপোর্টার

শ্বশুর-শাশুড়ি বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন: অপু

আমরা শিল্পীরা খুব আবেগপ্রবণ। অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারব না। আসলে যখন কথাগুলি বলেছিলাম ওদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। 

আমি ওদের কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান ওদের পেয়েছি, আমার জীবনে বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন ওরাই। সম্প্রতি কলকাতায় ঝটিকা সফরে গিয়ে এভাবেই বললেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

দেশের বাইরে এলে ছেলের দেখভাল কে করেন? এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, আমি না থাকলে জয় ওর দাদা-দাদি, ফুফু ও বাবার সঙ্গে সময় কাটায়। ওই বাড়িতেই থাকে।

আপনি আর শাকিব খান সন্তানের কো-প্যারেন্টিং করছেন? জবাবে অপু বিশ্বাস বলেন, আমাদের দু’জনের কাছে এখনো সন্তানের মানসিক স্বাস্থ্যটাই প্রধান্য পায়। একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে। জয় জানে, তার বাবা-মা দু’জনেই ব্যস্ত। তাই কখনো আমি জয়কে স্কুলে পৌঁছে দিই, শাকিব নিয়ে আসে—এভাবেই চলছে।

তাহলে আপনার ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আপনারা কি বিবাহিত? এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।

ক্যামেরার সামনে সবসময় হাসিখুশি দেখা যায়। মন খারাপ কি হয় না অপু বিশ্বাসের? উত্তরে তিনি বলেন, না না, হয় তো মন খারাপ। আসলে এত কম বয়সে মা-বাবাকে হারিয়েছি এটা আক্ষেপ। কিন্তু ছেলে জয় অবশ্য সেই কষ্টে প্রলেপ লাগিয়েছে। ও আমার মা, ও-ই বাবা। দিনের শেষে বাড়ি ফিরে আশ্রয়টা মিস করি। আবার রাগ দেখানোর লোকের অভাব। তবে অনুরাগীদের থেকে পাওয়া ভালোবাসা এই সব দুঃখ ভুলিয়ে দেয়।

বর্তমানে ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত অপু বিশ্বাস। চেষ্টা চালাচ্ছেন কলকাতায় কাজের। ভবিষ্যতে ঘর বাঁধার কথা ভাবনার চেয়ে কাজে ফোকাস রাখতে চান তিনি। অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত মুক্তির অপেক্ষায় আছে ‘লাল শাড়ি’ সিনেমা। আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। এটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। ২০২১-২২ অর্থ বছরে সিনেমাটি ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পায়।

আরএএস