বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

| ৬ অগ্রাহায়ণ ১৪৩১

বন্যায় কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ

ষ্টাফ রিপোর্টার

বন্যায় কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ

প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের বেশ কিছু স্থান তলিয়ে যাওয়ায় এ সড়কে যান চলাচল মঙ্গলবার ৮ আগস্ট সকাল থেকে বন্ধ রয়েছে। ফলে কক্সবাজারের সাথে চট্টগ্রাম ও বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে, বাঁকখালী, মাতামুহুরি, সাঙ্গু নদী সহ বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কক্সবাজারের খরুলিয়া, জোয়ারিয়ানালা, চিরিঙ্গা, চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীরহাট, চন্দনাইশ ও দোহাজারী এলাকার মহাসড়ক ঢলের পানিতে তলিয়ে গেছে। এসব সড়কের কোথাও কোথাও ৪ থেকে ৫ ফুট পানিতে ডুবে গেছে। এ কারণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

কক্সবাজারের সৌদিয়া পরিবহনের ইনচার্জ নিরুপম পাল নিরু জানান, মঙ্গলবার সকাল থেকে তাদের কোন বাস চট্টগ্রাম বা ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায়নি। অনুরূপভাবে চট্টগ্রাম থেকেও তাদের কোন বাস কক্সবাজারে আসেনি।

একই কথা বলেছেন, এস.আলম পরিবহনের কক্সবাজারের ইনচার্জ নুরুল আলম। তাদের অনেক বাস সড়কে বন্যার পানিতে আটকা পড়েছে বলে জানিয়েছেন।

এদিকে, কক্সবাজারের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ১০ পদাতিক ডিভিশনের সেনাবাহিনী সদস্যরা উদ্ধার কার্য শুরু করেছেন।

আর এ