নাটোর: সিংড়ায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জনের বাড়ি উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী ও নজরপুর গ্রামে।
নিহতরা হলেন- সিংড়া উপজেলার কলম পুন্ডরী গ্রামের উপেন আলীর ছেলে রহিম আলী, একই এলাকার বিদ্যুৎ আলী ও নজুরপুর গ্রামের কাঁচু আলী।
কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল হক চুনু বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিংড়া পুন্ডরী গ্রাম থেকে গাছ কাটার কাজে ৫ জন শ্রমিক অটোভ্যানযোগে চৌগ্রামে যাচ্ছিলেন। এ সময় নাটোর-বগুড়া মহাসড়কের উপজেলার বাসুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে রহিম আলী নামে এক শ্রমিক নিহত হয়।
আর ৪ জনকে আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় ২ জনের অবস্থা অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুৎ আলী ও কাঁচু আলীর মৃত্যু হয়।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। আহত ২ জন চিকিৎসাধীন রয়েছে।
আরএএস