শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

| ৮ অগ্রাহায়ণ ১৪৩১

ঈদের বোনাস পাননি ৭ হাজার পোশাক শ্রমিক

ষ্টাফ রিপোর্টার

ঈদের বোনাস পাননি ৭ হাজার পোশাক শ্রমিক

ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি।ঈদ আসতে মাত্র কয়েকদিন বাকি। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে থাকে আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা। সেই আনন্দ উপভোগ করার ভাগ্য হয়তো হবে না অনেক পোশাক শ্রমিকের। অধিকাংশ কারখানায় বেতন হলেও এখনো বোনাস পাননি পোশাক খাতের ৬ হাজার ৯৫১টি কারখানার শ্রমিকরা। তবে কারখানার মালিকরা বলছেন, ঈদের ছুটির আগেই বোনাস পরিশোধ করা হবে।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ সূত্র গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, দেশে বর্তমানে ৯ হাজার ৬১৬টি কল-কারখানা রয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত শ্রমিকদের ঈদের বোনাস দিয়েছে মাত্র ২ হাজার ৬৬৫টি কারখানা। ৬ হাজার ৯৫১টি কারখানায় বোনাস হয়নি।

জানা গেছে, এখনো বোনাস দেয়নি এমন কারখানার মধ্যে বিজিএমইএর সদস্যভুক্ত প্রতিষ্ঠানই বেশি। এই খাতের ১ হাজার ৬৩১টি কারখানার মধ্যে মাত্র ৩৮৪টি কারখানার শ্রমিকেরা বোনাস পেয়েছেন। বাকি ১ হাজার ২৪৭টি কারখানার শ্রমিকেরা বোনাস পাননি। অর্থাৎ ৭৬ দশমিক ৪৬ শতাংশ কারখানায় বোনাস দেওয়া হয়নি।

অন্যদিকে, বিকেএমইএর মোট ৭০০টি কারখানার মধ্যে ৪৪৮টি কারখানার শ্রমিকেরা বোনাস পাননি। অর্থাৎ ৬৪ শতাংশ কারখানার শ্রমিকরা বোনাস পাননি। বিটিএমএর ৩৫৮টি কারখানার মধ্যে এখন পর্যন্ত বোনাস হয়নি ২৬৬টিতে, যা মোটের ৭৪ দশমিক ৩০ শতাংশ।  

বেপজার ৩৪৫টি কারখানার মধ্যে বোনাস হয়নি ২০০টিতে, যা মোটের ৫৭ দশমিক ৯৭ শতাংশ। আর পাটকল খাতের ৮৩টি কল-কারখানার মধ্যে ৬৬টি কারখানার শ্রমিকেরা বোনাস পাননি। এর বাইরে অন্যান্য খাতের ৬ হাজার ৪৯৯টি কল-কারখানার মধ্যে বোনাস হয়নি ৪ হাজার ৭২৪টিতে।

আর এ